• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

গৌরনদীতে উড়ে গেছে বাসের ছাদ, নিহত-১

  • ''
  • প্রকাশিত ২২ মার্চ ২০২৪

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উড়ে গেছে হানিফ পরিবহনের একটি বাসের ছাদ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা (৩৪) নামের এক যাত্রী নিহত ও পরিবহনের যাত্রীসহ নয়জন গুরুত্বর আহত হয়েছেন। নিহত সেলিম যশোরের আব্দুর রশিদের ছেলে।

আহতরা হলো- পিরোজপুরের বাসিন্দা সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন, একই জেলার আব্দুল আউয়াল, উজিরপুর উপজেলার বাসিন্দা পুলিশ কনস্টবল নিপা, একই উপজেলার অনিমেষ, দশমিনা উপজেলার বাবলু, আমতলী উপজেলার মশিউর রহমান, ঝালকাঠীর মশিউর রহমান, শরিয়তপুরের নাসির উদ্দীন ও বাসের হেলপাড় বেল্লাল হোসেন।

দুর্ঘটনা কবলিত বাসের এক যাত্রী জানিয়েছেন, মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার এলাকা অতিক্রম কালে হানিফ পরিবহনের বাস বেপরোয়া গতিতে অপর গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে খাদে পরে বাসের ছাদ উড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও নয়জন আহত হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ঘটনাস্থলে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুত্বর আহত নয়জনকে প্রথমে উপজেলা ও পরে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশাল গামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৯৫৪) মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে একজন নিহত ও নয়জন যাত্রী আহত হয়। হতাহতদের উদ্ধারের পর দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads